ব্রিটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পপলার অ্যান্ড লাইমহাউজের এমপি আপসানা বেগম।
তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। আপসানার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আপসানা বেগম বলেছেন, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত।
জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব নিয়ে পার্লামেন্টের উভয় হাউস এবং সকল পক্ষের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আপসানা।
তিনি বলেছেন, আমি জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবসহ জবাবদিহিতা, গণতান্ত্রিক স্বাধীনতার সন্ধান এবং উভয় হাউসের সকল পক্ষের সদস্যদের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের বৃহত্তর বোঝাপড়াকে উৎসাহিত করার জন্য কাজ করতে উন্মুখ। পাশাপাশি যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের হয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আপসানা।
Leave a Reply