রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৭

সিলেট নগর ছিনতাইকারীদের কবলে

সিলেট নগর ছিনতাইকারীদের কবলে

সিলেট নগর জুড়ে ছিনতাই করে বেড়াচ্ছে একাধিক চক্র। যাত্রীবেশে ছিনতাই। সিলেট নগর জুড়ে আতঙ্ক। নগরের গণপরিবহন বলতে সিএনজি অটোরিকশাকে বোঝায়। আর এই অটোরিকশা নিয়েই ছিনতাই করে বেড়াচ্ছে একটি দল।

তাদের কারণে তটস্থ থাকেন যাত্রীরা। অটোরিকশারও থাকে না নাম্বার প্লেট। আর থাকলেও সেটি বিআরটিএ’র ভুয়া নাম্বার। ফলে একের পর এক ঘটনা ঘটলেও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের পাকড়াও করা সম্ভব হয় না। তবে একদিনে দুটি অভিযানে সিলেটে সফলতা মিলেছে। গ্রেপ্তার করা হয়েছে চার চিহ্নিত ছিনতাইকারীকে।

পুলিশ জানিয়েছে; যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা চিহ্নিত ছিনতাইকারী। সিলেট নগরে আইনশৃঙ্খলায় বর্তমানে দুটি প্রধান সমস্যা। এর মধ্যে একটি হচ্ছে সিএনজি অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাই ও অন্যটি হচ্ছে- বাসাবাড়িতে চুরি। গত এক মাসে মহানগরে কয়েকটি ঘটনা ঘটেছে।

পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় না হওয়ার কারণে এ দুটি সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। কিশোর গ্যাং কেন্দ্রিক অপরাধ মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে কারণে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই নগরবাসীর।

এ ছাড়া নগরের প্রাণকেন্দ্র বন্দরবাজারে রয়েছে ঝাপটা পার্টি। যাত্রীদের মোবাইল সহ নানা জিনিসপত্র প্রকাশ্য দিন-দিপুরে ঝাপটা দিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন- ঝাপটা পার্টির এ সদস্যদের অবস্থান কাস্টর সুইপার কলোনি, ক্বিন ব্রিজের নিচ, বন্দরবাজারের ওভার ব্রিজ। ওই তিন এলাকায় তারা অবস্থান নেয়।

আর ঝাপটা দিয়ে মানুষের  মোবাইলসহ জিনিসপত্র লুট করে তারা মিউনিসিপ্যাল মার্কেটের  ভেতরের আস্তানায় চলে যায়। ওখানে রয়েছে তাদের চক্রের মূলহোতারা। এসব অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। কিন্তু ৫ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ফাঁড়ির কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সোমবার রাতে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের চার সদস্যকে নগরের দুটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ওই রাতে নগরের পাঠানটুলা থেকে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিকী আলীর ছেলে হামিদুর রহমান ও নগরের ইলেকট্রিক সাপ্লাইয়ের কলবাখানী এলাকার আজমল হোসেনের ছেলে আজহার। তারা দু’জন চিহ্নিত ছিনতাইকারী। স্থানীয়রা জানিয়েছেন- একটি সিএনজি অটোরিকশা নিয়ে যাত্রীবেশে ছিনতাই করার সময় জনতা ধাওয়া করে।

একপর্যায়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন- পাঠানটুলাস্থ টাইল নামের মিউজিয়ামের সামনের রাস্তা থেকে জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়। এরপর তাদের  দেহ তল্লাশি করে একটি চাকু উদ্ধার করা হয়। তারা একটি সিএনজি অটোরিকশা নিয়ে যাত্রীবেশে নগরে চুরি করে বেড়াতো। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের আরও একাধিক অভিযোগ রয়েছে।

তিনি জানান- ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হওয়া সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে একইসময় সিলেট নগরীর মিরাবাজার থেকে আরও দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নগরের বালুচর এলাকার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ ও টুকেরবাজারের ভাইরারপাড় গ্রামের নুর মিয়ার ছেলে আক্তার হোসেন। কোতোয়ালি থানার এসআই দীপরাজ ধর জানিয়েছেন, মিরাবাজারের হোটেল সুপ্রিমের সামনে ছিনতাইয়ের প্রস্তুতির সময় দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

এ সময় তাদের সঙ্গে থাকা সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন- সিলেট নগরের অপরাধীদের ধরতে পুলিশ অনুসন্ধান, অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে কয়েকজন চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোপলিটন পুলিশ কাজ করছে বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024