সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:০২

সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদ এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদ এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা পরিষদ এর আহ্বানে লন্ডন বাংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ব্যাবস্থাপনা পরিষদের অন্তর্দ্বন্দ্ব ও বিরাজমান সমস্যা জনিত কারণে সংগঠন পরিচালনা ও সেবা প্রদানের ক্ষেত্রে যে অচলাবস্থা বিরাজ করছে। সেই সংকট ও সমস্যা সমাধানের জন্য কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সেবা-গ্রহণকারী ও সকল ট্রাষ্ট্রিকে এক সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

বলা বাহুল্য এই সংকট নিরসনের জন্য এ পর্যন্ত গৃহীত সকল উদ্যোগই ব্যার্থতায় পর্যবসিত হয়েছে। তাই এই অচলাবস্থা সৃষ্টিকারীদের অপকৌশল বন্ধ করতে হবে।

সেন্টারের স্থাবর-অস্থাবর সম্পত্তির নিরপত্তা বিধান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সেন্টারের ব্যাংক একাউন্ট ও ফান্ড এর অনুনোমোদিত ব্যবহার সম্পর্কে সকল ক্যাটাগরির সদস্যদেরকে অবহিত করাই এই সাংবাদিক সম্মেলনের  উদ্দেশ্য।

সভায় বক্তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য সবাইকে আহ্বান জানান। ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে কমিউনিটির  স্বার্থ ও সেবা গ্রহণকারীদের স্বার্থকে সবার উপরে স্থান দিয়ে এই সংকট নিরসনের লক্ষ্যে সবাইকে এক সাথে মিলে মিশে কাজ করতে হবে।

এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে ব্রিটেনে নব-নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পদাধিকার বলে বাংলাদেশ সেন্টারের চেয়ারপার্সন মান্যবর আবিদা ইসলামকে এই সভা থেকে অনুরোধ জানানো হয়। এবং মান্যবর রাষ্ট্রদূতকে এই বিষয়ে সকল প্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এই সভায় বিগত ১৪ই অক্টোবর ২০২৫ এ অনুষ্ঠিত রিকোইজিশন মিটিং (ইজিএম) এবং ২০শে অক্টোবর অনুষ্ঠিত এজিএম এ গৃহীত প্রস্তাব এর বরাত দিয়ে বলা হয় দেলোয়ার হোসেন ও তার সমর্থকদের দ্বারা ঘোষিত কমিটি সংবিধান সম্মত নয়। ফলে এই কমিটি কর্তৃক সকল কর্মকান্ড অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। ভবিষ্যতে উক্ত কমিটি কর্তৃক আহ্নত কোন কমিটি-মিটিং/ইজিএম/এজিএম এর সিদ্ধান্ত অবশ্যই বাতিল বলে গণ্য হবে।

সংকট সমাধানে উপায় হিসেবে দুটি প্রস্তাব করা হয়: ১. সাংবিধানিক প্রক্রিয়ায় ৪২ ধারা অনুযায়ী নোটিশ প্রদান এবং ৪৪ ও ৪৫ ধারা অনুযায়ী কমিটি, উপ-কমিটি সমুহ গঠন। ২. এজিএম ডেকে নির্বাচিত কমিটির হাতে সেন্টার পরিচালনা করার দায়িত্ব অর্পণ।

সভায় সভাপতিত্ব করবেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহিবুর রহমান মুহিব, সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুর রহমান, সহ-সভাপতি ইছবাহ উদ্দিন, সহ-সভাপতি, হাবিবুর রহমান ময়না, চিফ-ট্রেজারার মোহাম্মদ ফাইজুল হক, যুগ্ম-সম্পাদক শামীম আহমেদ ও যুগ্ম-ট্রেজারার নসিম আহমেদ প্রমুখ। উপস্থিত সাংবাদিক ও সুধী সমাবেশকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024