সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:০৫

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর তিন বছর পূর্তি উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরেকটি গুরুত্বপূর্ণ প্যাকেজ ঘোষণা করবে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেন, ‘পুতিনের রাশিয়ার ওপর স্ক্রু ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে। আগামীকাল (সোমবার) আমি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকের পর থেকে নিষেধাজ্ঞার বৃহত্তম প্যাকেজ ঘোষণা করার পরিকল্পনা করছি।’

মস্কো টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত এমন এক সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন সংঘাতের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। বিশেষ করে আলোচনা থেকে কিয়েভ ও তার ইউরোপীয় সমর্থকদের দূরে সরিয়ে রাখা হচ্ছে।

ডেভিড ল্যামি বলেন, ইউক্রেন, ব্রিটেন ও পুরো ইউরোপের ইতিহাসে এটি একটি জটিল মুহূর্ত। এখন ইউক্রেনের প্রতি আমাদের ইউরোপের সমর্থন দ্বিগুণ করার সময় এসেছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত পুতিন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ১ হাজার ৯০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন। বিশেষ করে আর্থিক, বিমান চলাচল, সামরিক ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাংকের সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বাণিজ্য নিষেধাজ্ঞা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024