আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘ইসলামি হিজরি সনের চান্দ্রবর্ষের একাদশ মাস জিলকদ’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।
হিজরি সালের ১১তম মাস জিলকদ। হজের তিন মাসের দ্বিতীয় মাসও এটি। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ। প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে যে কটি ওমরাহ করেছেন তার সব কটি করেছেন এ জিলকদ মাসে। এ মাসেই সংঘটিত হয়েছিল হুদায়বিয়ার সন্ধি ও বাইয়াতে রিদওয়ান।
রমজান-পরবর্তী ঈদের মাস শাওয়াল ও হজের মাস জিলহজের আগের মাস হওয়ায় জিলকদ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। জিলকদ মাসটির প্রকৃত নাম হলো জুল-আল-কাআদাহ। আর এর অর্থ হলো বসা বা স্থিত হওয়া এবং বিশ্রাম নেওয়া। রজব থেকে শাওয়াল মাস পর্যন্ত চারটি মাস মুমিন মুসলমান ধারাবাহিক ইবাদতে ব্যস্ত সময় পার করেন।
হজের তিন মাস- শাওয়াল, জিলকদ, জিলহজের দ্বিতীয় মাস এটি। হারাম বা নিষিদ্ধ চার মাস- রজব, জিলকদ, জিলহজ ও মহররমের অন্যতম এ মাস। ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝামাঝিতে এর অবস্থান হওয়ায় এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জিলকদ মাসের আরবি নাম ‘জুলকাআদাহ’। ফারসিতে ‘জিলকাআদা’, উর্দুতে ‘জিলকাআদ’, বাংলায় ‘জিলকদ’ রূপ ধারণ করেছে। ‘জুলকাআদাহ’ বা ‘জিলকদ’ অর্থ হলো বসা বা স্থিত হওয়া, বিশ্রাম নেওয়া। জিলকদ মাসের আগের চার মাস ধারাবাহিক নির্ধারিত ইবাদতে ব্যস্ততম মাস।
অনুরূপ জিলকদ মাসের পরের দুই মাস জিলহজ ও মহররম ইবাদতের বিশেষ মাস। মাঝের একটি মাস জিলকদ। যেহেতু মুমিন সামান্য বিশ্রামের ফুরসত পেয়ে থাকেন, তাই এ মাসের নাম জুলকাআদাহ বা বিশ্রামের মাস।যাঁরা হজে যাবেন, তাঁরা হজের প্রশিক্ষণ নেবেন, কোরআন কারিমের সুরা হজ শুদ্ধ করে শিখবেন এবং সুরা হজের বাংলা অনুবাদ ও তাফসির পড়বেন।
হজসংক্রান্ত হাদিস, ফিকহ ও বিভিন্ন বই-কিতাব পড়বেন। হজের ফাজায়েল ও মাসআলা মাসায়েল ভালোভাবে জানলে সঠিকভাবে হজ পালন করা সহজ হবে।বিগত ঈদুল ফিতর এবং সমাগত ঈদুল আজহা, মাঝে এই জিলকদ মাসে নির্দিষ্ট কোনো ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুয়াক্কা আমল নেই বিধায় এটি জিলকদ মাস বা বিশ্রামের মাস।
ঋতুর পরিবর্তনে এ সময়ে স্থানীয় আরবদের হাতে তেমন কোনো কাজ থাকত না। আরব সংস্কৃতি অনুযায়ী তারা এ মাসে বাণিজ্য থেকে ফিরে আসত, যুদ্ধবিগ্রহ থেকে বিরত থাকত, অন্যায়-অপরাধ-মদ্যপান থেকেও নিবৃত্ত থাকত এবং হজের প্রস্তুতি নিত। এসব কারণে এ মাসের নাম হয় ‘জিলকদ’ (লিসানুল আরব)।
Leave a Reply