সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:১৫

সিলেটে ডাকাত আতঙ্কে রাস্তায় হাজার হাজার মানুষ

সিলেটে ডাকাত আতঙ্কে রাস্তায় হাজার হাজার মানুষ

সিলেটে ডাকাত আতঙ্কে মধ্যরাত থেকে লাঠিসোটা হাতে নিয়ে অবস্থান করছে হাজার হাজার মানুষ। জেলার গোলাপগঞ্জ, বিশ্বনাথ, দক্ষিন সুরমা সহ কয়েকটি উপজেলায় মসজিদের মাইকে ডাকাত থেকে সতর্ক থাকার ঘোষণা দিলে আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসেন।

গোলাপগঞ্জ উপজেলার নিমাদল মোকামবাজার এলাকায় সড়কে অবস্থান নেয় অন্তত ১০ হাজার মানুষ। ওই বাজারে অপরিচিত তিন জনকে একটি দোকানের ভেতরে আটকে রেখে বিক্ষুব্ধ জনতা বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। রাত ২ টার দিকে পুলিশের একটি টিম সেখানে গেলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ সদস্যরা সেখান থেকে চলে আসেন। রাত ৩ টা পর্যন্ত স্থানীয় জনতা বাজারে অবস্থান করছিলেন।

এদিকে রাত দেড়টা থেকে গোলাপগঞ্জ পৌর শহরে ডাকাত আতঙ্ক বিরাজ করে। এ সময় পৌরসভার কয়েকটি ওয়ার্ডের মসজিদে ডাকাত থেকে সতর্ক থাকার ঘোষণা দেওয়া হয়। এ সময় কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে পাহারা দেন। পুলিশের কয়েকটি টিম ওই এলাকা পরিদর্শন করেছে। একই সময় উপজেলার হেতিমগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা করা হলে স্থানীয়দের ধাওয়ায় ডাকাতদল পালিয়ে যায়।

এদিকে মধ্যরাত থেকে বিশ্বনাথ উপজেলার সদর, দেওকলস, দৌলতপুর সহ কয়েকটি এলাকার মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে মাইকিং করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ সময় ওইসব এলাকার লোকজনও রাস্তায় নেমে আসেন। রাত ৩ টা পর্যন্ত তারা রাস্তায়ই অবস্থান করছিলেন। এছাড়া দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার ও রাখালগঞ্জ এলাকায়ও ডাকাত আতঙ্কে লোকজন লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থান নেন।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন- জেলার সবখানেই পুলিশের টহল জোরদার রয়েছে। সিনিয়র কর্মকর্তারা মাঠে টহলে রয়েছে। যেখানেই সমস্য হচ্ছে পুলিশ জনগনের পাশে দাড়াচ্ছে। একইসঙ্গে চিহিৃত ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024