বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৩

কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতাল এর যাত্রা শুরু

কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতাল এর যাত্রা শুরু

মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রীনভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে।

এর আগে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী মো. ইসলাম উদ্দিন বলেছেন, অত্র অঞ্চলের জনগণের সাথে সুখে দুঃখে থাকার ইচ্ছা পোষণ করে কুলাউড়ায় হাসপাতাল দেওয়া হয়েছে। বুধবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে উত্তরবাজারস্থ হাসপাতাল ভবনে কুলাউড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের নিকট স্বল্পমূল্যে ও উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। কুলাউড়া অঞ্চলের পাঁচ লক্ষাধিক মানুষ স্বাস্থ্যসেবায় একদিকে অবহেলিত ও অপরদিকে মৃত্যুর ঝুঁকি ও অর্থের অভাবে সঠিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। যেহেতু আমার বাড়ি কুলাউড়ায়। তাই আমি আমার এলাকার অবহেলিত ও অসহায় মানুষের কথা চিন্তা করে এ উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি হাসপাতালের সেবার বিষয় উল্লেখ করে বলেন, অসহায় ও গরিব রোগীদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা থাকবে। হাসপাতালের ফার্মেসি থেকে ওষুধ ক্রয়ের ব্যবস্থা রয়েছে ন্যায্যমূল্যে। আগামীতে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য এ হাসপাতাল থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের ও বাইরের ডাক্তারের পরামর্শ নিয়ে মানসম্পন্ন চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সুবিধাবঞ্চিত অত্রাঞ্চলের মানুষ যাতে এ হাসপাতাল থেকে সুচিকিৎসা নিতে পারে সে ব্যাপারে তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়কালে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, পৌর আমির রুহুল আমিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের নায়েবে আমির আতিকুর রহমান, হাসপাতালের অন্যতম পরিচালক যুক্তরাজ্য প্রবাসী ফারুক উদ্দিন আহমদ ও ব্যবস্থাপনা পরিচালক মোতাব্বির হোসেন তুলা প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025