বিশ্বনাথের ৩নং অলংকারী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের দ্বারা গঠিত সংগঠন প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে ইউনিয়নের দরিদ্র পরিবারে মাঝে নগদ ৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করেছে।
পবিত্র মাহে রামাদান উপলক্ষে ট্রাস্টের ব্যবস্থাপনায় অলংকারী পৌদনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে আনুষ্ঠানিক ভাবে ইউনিয়নের ৫ শত দরিদ্র পরিবারের মাঝে এক হাজার টাকা করে এই নগদ অর্থ সহায়তা বিতরণ করে।
ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী এডভোকেট রশিদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ আলী লিটনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়নরে একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ লিলু মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার সামছুল ইসলাম।
হাফিজ এমদাদুল হক তুহিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ট্রাস্টের বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও সাবেক মেম্বার রফিকুল ইসলাম, সমাজ সেবক জানু মিয়া, শিক্ষানবিশ আইনজীবী মতিউর রহমান।
আরো বক্তব্য রাখেন- অলংকারী জামে মসজিদের মুতাওয়াল্লি হাজী রফিক মিয়া, হাফসা মজুমদার ডিগ্রি কলেজ এর সহযোগী অধ্যাপক মনযুর আহমদ, ছাত্র নেতা জাকির হোসেন ইমন।
উপস্থিত ছিলেন- অলংকারী গ্রামের বিশিষ্ট মুরব্বি আবদুল জব্বার, মফিজ আলী, মোহাম্মদ আলী সিরাজ, ওয়াহাব আলী, ৭ নং ওয়ার্ড সদস্য বশির আহমদ, ৯ নং ওয়ার্ড সদস্য শামীম আহমদ সহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply