বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৩

জ্যোতির্বিদদের মতে এবার রোজা কতটি

জ্যোতির্বিদদের মতে এবার রোজা কতটি

চলতি রমজানে রোজা ২৯ নাকি ৩০টি হবে তা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন, এ বছর ২৯ রোজায় শাওয়ালেরর চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (২০ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র নিশ্চিত করেছে যে আগামী ২৯ মার্চ (২৯ রোজা) শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা একদম শূন্য। আরব এবং ইসলামি বিশ্বের সব অঞ্চলে এই দিন চাঁদ দেখা অসম্ভব হবে। এর কারণ হলো, এ দিন চাঁদ সূর্যাস্তের আগে পশ্চিম আকাশে অস্ত যাবে এবং চাঁদের অমাবস্যা সূর্যাস্তের পর ঘটবে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানিক পরিস্থিতির কারণে, চাঁদ দেখা সম্ভব হবে না। এছাড়া এটি খালি চোখে, টেলিস্কোপ বা অন্যকোনো উপায়ে পরীক্ষাও করা যাবে না। এজন্য, যেসব দেশে শাওয়াল মাস শুরু হওয়ার জন্য চাঁদ দেখার ওপর নির্ভরশীল, সেখানে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইদুল ফিতর ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, কিছু অঞ্চলে যেখানে চাঁদের মিলন সূর্যাস্তের আগে ঘটবে এবং পশ্চিম বা কেন্দ্রীয় অংশে চাঁদ সূর্যাস্তের পর দেখা যাবে, সেসব দেশে ঐতিহ্যগত চাঁদ দেখা পদ্ধতির ভিত্তিতে ৩০ মার্চ ঈদুল ফিতর ঘোষণা করা হতে পারে।

এছাড়া, শনিবার দুপুরে পশ্চিম আরব বিশ্বে একটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে, যার মধ্যে মোরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া, এবং তিউনিসিয়া অন্তর্ভুক্ত। সূর্যগ্রহণ একটি সুস্পষ্ট জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা, যা খালি চোখে দেখা সম্ভব। এটি প্রমাণ করে যে ওই সময়ে বা পরবর্তী ঘণ্টাগুলোতে চাঁদ দৃশ্যমান হবে না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025