বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৪৩

ফের সচল হিথ্রো বিমানবন্দর

ফের সচল হিথ্রো বিমানবন্দর

বিদ্যুৎবিভ্রাটে বন্ধ হয়ে যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর। শুক্রবার (২১ মার্চ) সারা দিন বিমানবন্দরটি বন্ধ থাকার পর ফের সেটি সচল হয়েছে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে লন্ডন থেকে এএফপি শনিবার (২২ মার্চ) জানায়, বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার বেশিরভাগ সময় লন্ডন বিমানবন্দর বন্ধ থাকে। এরপর সন্ধ্যার পর কিছু ফ্লাইট আসা এবং যাওয়া শুরু হয়। শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর সম্পূর্ণরূপে খুলে দেওয়া হয়। এটি এখন পুরোপুরি সচল।

জানা গেছে, বৃহস্পতিবার বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী একটি সাবস্টেশনে আগুন লাগে। ফলে বিমানবন্দরটিতে উল্লেখযোগ্য বিদ্যুৎবিভ্রাট ঘটে। এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াও বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত বিমানবন্দরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, বিমানবন্দরের আশপাশে হাজার হাজার বাড়িও শুক্রবার বিদ্যুৎবিহীন থাকে।

ফ্লাইট রাডার টুয়োন্টিফোর অনুসারে, গ্লোবাল ট্রাভেল হাবের কয়েক ঘণ্টা আগে বন্দরটি বন্ধ হওয়ায় বিপাকে পড়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলো। তখন আকাশে থাকা কমপক্ষে ১২০টি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আর উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো ছাউনিতে ফেরত নেওয়া হয়।

এ পরিস্থিতিতে লন্ডন কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎবিভ্রাট নিরসনে কাজ শুরু করে। তখনই শনিবার বিমানবন্দরটি খুলে দেওয়ার সম্ভাবনা ছিল। সেই মতে সময়সীমার মধ্যেই বিশ্বের অন্যতম প্রধান উড্ডয়ন কেন্দ্র হিথ্রো সচল করতে সমর্থ হয় কর্তৃপক্ষ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025