ভারত-পাকিস্তানের সংঘর্ষ কমাতে সহায়তার জন্য প্রস্তুত যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ বিষয়ে ভারত ও পাকিস্তান উভয়কেই সমর্থন দিতে রাজি বলে জানান যুক্তরাজ্যের বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস।
রেনল্ডস বিবিসি রেডিওকে বলেন, আমাদের বার্তা হবে যে আমরা উভয় দেশের বন্ধু, অংশীদার। আমরা উভয় দেশকে সমর্থন করতে প্রস্তুত। আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ, উত্তেজনা হ্রাস এবং এটি সমর্থন করার জন্য আমরা যা কিছু করতে পারি তাতে উভয় দেশেরই সমর্থন আছে। আমরা তাদের সাথে আছি এবং উত্তেজনা কমাতে প্রস্তুত।
বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ অন্তত নয়টি স্থানে হামলা চালায় ভারত। এতে ২৬ জন নিহত হয়েছেন। এরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তান। এই হামলায় অন্তত ১০ জন নিহত হন।
এদিকে ভারত জানিয়েছে, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীর হামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালিয়েছে তারা। ভারতের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ অনেকে।
Leave a Reply