রাষ্ট্রীয় সফরে ব্রিটেন আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৯ই জুন থেকে ১৩ই জুনের জন্য তিনি এই সফরে আসবেন। কূটনৈতিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।
ব্রিটেন সফরকালে রাজা দ্বিতীয় চার্লস ও সরকার প্রধান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করবেন বলে সূত্র জানিয়েছে। দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে নেয়ার বিষয়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে বাংলাদেশ ব্যাংক ও দুদকের একটি টিম থাকবে বলে জানা গেছে। এ বিষয়ে ব্রিটিশ সরকারের দপ্তরের সাথে সূচি নিয়ে কাজ চলছে বলে জানা যায়।
Leave a Reply