বুধবার, ১৮ জুন ২০২৫, ০৬:৫৭

কুয়াশায় ঢাকা বিরোধীদলের অবরোধ

কুয়াশায় ঢাকা বিরোধীদলের অবরোধ

শীর্ষবিন্দু নিউজ: ঘন কুয়াশার চাদর ভেদ করে ঢাকার রাজপথে চলছে যানবাহন। কুয়াশায় ঢাকা পড়েছে বিরোধী দলের অবরোধ। কর্মসূচি ডেকে কুয়াশার মধ্যে মাঠে না থাকায় ঢিলেঢালা পালিত হচ্ছে বিরোধীদলের অবরোধ। শুরুর দিকে অবরোধের কারণে রাজধানীতে যানবাহন চলাচল কিছুটা সীমিত এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকলেও চতুর্থ দফা অবরোধ শুরু হওয়ার পর তা কেটে গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রাজধানীতে সর্বনিম্ন ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশা আরও থাকবে দু’একদিন। তবে কুয়াশা কেটে গেলে তাপমাত্রা আরও কমবে।

এই অবস্থায় অবরোধ ডেকে সুবিধা করতে পারছে না বিরোধী দল। কার্যত শীতে অচল হয়ে পড়েছে বিরোধী দলের কর্মসূচি। পঞ্চম দফার এই অবরোধের শুরুর দিন সকালে ঘন কুয়াশার কারণে রাজধানীতে যান চলাচল সীমিত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সংখ্যা বাড়তে থাকে। বাস-ট্রাক-মোটরসাইকেল এবং সড়কে প্রাইভেট কারও চলাচল করছে। রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচির একই চিত্র দেখা গেছে। শনিবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের পঞ্চম দফার অবরোধ। দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল দাবি করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য গত ২৬ নভেম্বর থেকে দু-এক দিন বিরতি দিয়ে অবরোধ পালন করছে বিরোধীদল।

অবরোধের মধ্যে প্রথমবার রাজধানীর মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কিছু কিছু দূর পাল্লার বাসও ছেড়ে যাচ্ছে। সকালের দিকে রাজধানীর গাবতলী, সবুজবাগ, বাড্ডা, হাতিরঝিল, পুরান ঢাকা ও ডেমরা এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিকেল পর‌্যন্ত বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025