রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৯

বিরোধীদলের লাঠি-পতাকা আ.লীগের হাতে

বিরোধীদলের লাঠি-পতাকা আ.লীগের হাতে

১৮ দলীয় জোটের নেতাকর্মীদের ‘লাঠি-পতাকা’ হাতে ঢাকামুখী ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনের কথা থাকলেও ‘লাঠি-পতাকা’ হাতে গোটা রাজধানী দখলে রেখেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার সকাল থেকে লাঠি-পতাকা, হকিস্টিক, ক্রিকেট স্ট্যাম্পসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রাজধানীর প্রবেশ পথসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সতর্ক পাহারা বসিয়েছেন তারা। যৌথবাহিনীর পাশাপাশি অবস্থান করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে। তাদের অনেকের হাতে বাঁশের লাঠি, ক্রিকেট স্ট্যাম্পসহ জাতীয় পতাকা দেখা গেছে।

রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউ ও আশপাশ এলাকায় লাঠি ও পতাকা হাতে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রাজধানীর গাবতলীতে মিছিল ও সমাবেশ করে যুবলীগ উত্তর। মিরপুর ১০, মিরপুর ১, শেওড়াপাড়া, কারওয়ান বাজার ঘুরে এ সব এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাহারা দিতে দেখা গেছে। তারা এ সব এলাকায় লাঠি-পতাকা হাতে মিছিলও করেন।

এছাড়া রাজধানীর বিমানবন্দর, উত্তরা-আবদুল্লাপুর, খিলগাঁও, বাবুবাজার, সদরঘাট, যাত্রাবাড়ী, ডেমরাসহ রাজধানীর প্রবেশপথ ও বিভিন্ন স্থানে পাহারা বসিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বাংলানিউজকে বলেন, আমরা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও গণতন্ত্র রক্ষায় লাঠিহাতে মাঠে নেমেছি। শনিবার থেকেই আমাদের এ অবস্থান।

তারা মাঠে অবস্থান করবেন বলেও জানান তিনি।

বিরোধীদলীয় নেতার সমালোচনা করে মায়া বলেন, খালেদা জিয়ার ডাকে মানুষ আর রাস্তায় নামে না। তার ক্ষমতা শেষ। এখন আর তার রাজনীতি করা সম্ভব না। রাজনীতি থেকে অবসর নিয়ে তার ‘আল্লাহ-বিল্লা’ করা উচিত।

এর আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুলিশের পাশাপাশি মাঠে থেকে বিএনপি-জামায়াতকে মোকাবেলা করতে কড়া নির্দেশনা দেওয়া হয়।

শনিবার মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে বলা হয়, যারা মাঠ দখলে রাখতে পারবেন, তাদের পুরস্কৃত করা হবে। আর যারা পারবেন না, তাদের কমিটি বিলুপ্ত করা হবে।

সৌজন্য: বাংলানিউজ২৪




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025