সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৪৬

খালেদা যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না

খালেদা যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না

শীর্ষবিন্দু নিউজ: বিএনপি নেতা খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টায় আন্দোলন করছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সেই চেষ্টা সফল হবে না। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে নিজের নির্বাচনী এলাকায় এক পথসভায় তিনি বলেন, উনি চান, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে। স্পষ্ট করে বলতে চাই, তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা, মানুষ হত্যা, মানুষ পুড়িয়ে মারা ও গাছ কাটা বন্ধ করার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তিনি। মানুষ শান্তি ও উন্নতি চায় মন্তব্য করে তিনি বলেন, এটা নিশ্চিত করাই আওয়ামী লীগের উদ্দেশ্য।

কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়নের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, একটা মামলার রায় বাস্তবায়ন হয়েছে। বাকিগুলোরও হবে। রংপুরের পীরগঞ্জে ৬ নম্বর টুকুরিয়া ইউনিয়ন পরিষদের তরফমৌজা উচ্চ বিদ্যালয় মাঠে এই পথসভায় নিজের নির্বাচনী আসনের ভোটারদের কাছে ভোট চান তিনি। বিএনপি-জামায়াত জোট দেশের স্বাধীনতা চায়নি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা গরিবের কল্যাণ চায় না। তার লুটপাট বোমা হামলায় ব্যস্ত। গরিবের পেটে লাথি মারতে দিনের পর দিন হরতাল অবরোধ দিচ্ছেন। বিরোধী দলীয় নেতা গরিবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেও তিনি মন্তব্য করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025