শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহ মুখপাত্র ম্যারি হার্ফ সাংবাদিকদের একথা বলেন।
তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রয়োজন গঠনমূলক আলোচনার পথ বের করা, যেখানে বাংলাদেশের মানুষের প্রত্যাশার বহিঃপ্রকাশ ঘটবে। গতকাল টানা দ্বিতীয় দিনের মতো নিছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয় ঢাকা শহরকে। এবং সরকার বিরোধী নেতাকর্মীদের রাজধানীতে প্রবেশ রুদ্ধ করতে বন্ধ ছিল পরিবহন সেবা।
ম্যারি হার্ফ মার্কিন অবস্থান ব্যাখ্যা করে আরও বলেন, ‘কয়েকটি কারণে সহিংসতা গ্রহণযোগ্য নয়। তার মধ্যে অন্যতম কারণ হলো এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে। অবিলম্বে সহিংসতা বন্ধের জন্য আমরা আহ্বান জানিয়েছি। এটা আমাদের স্পষ্ট অবস্থান। আমরা জানি এখনও অনেক কিছু করণীয় রয়েছে। তারপরও আমরা আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি দেখতে পারবো।’ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলো এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি দেখে যুক্তরাষ্ট্র হতাশ বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমরা আমাদের উদ্যোগ আরও বেগবান করতে প্রস্তুত, বিশেষ করে পরবর্তী সময়ে যদি সহায়ক পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের পর্যবেক্ষণ প্রচেষ্টা জোরদার করার ক্ষেত্রে। তবে আমরা হতাশ যে তারা এখনও এটা করতে সক্ষম হননি।