শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য ভূমিকা পালন করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতা সুব্রামানিয়াম স্বামী।
পিটিআই’র খবরে সাবেক কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য উদ্বৃত করে বলা হয়, যদিও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারে না তথাপি বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা পালনকারী হিসেবে এবং দেশটির আইনশৃঙ্খলার অবনতিতে (ভারতে) সরাসরি প্রভাব পড়বে বলে ভারত সরকার তার প্রভাবকে কাজে লাগাতে বাধ্য। প্রয়োজনে অন্যান্য দেশের সহযোগিতায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে হয় সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও অতিরিক্ত পথ হাঁটতে হবে। কাজেই ভারত সরকারের গুরুত্বপূর্ণ কাজ হলো ২০১৪ সালের সংসদীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যাতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর হয় তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখা।