শীর্ষবিন্দু নিউজ: নির্বাচন বিষয়ে অবস্থান স্পষ্ট করলেন না প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ। দুপুরের পর সংবাদ সম্মেলনে তিনি ভোটের বিষয়ে কথা বললেও তিনি তার অবস্থান স্পষ্ট করেননি। নির্বাচন সুষ্টু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।
তিনি বলেন, দিন শেষে বলতে পারব কতগুলো কেন্দ্রে ভোট নেয়া একেবারেই সম্ভব হয়নি। কতগুলো কেন্দ্রে ভোট নেয়া সম্ভব হয়েছে। বেলা আড়াইটার দিকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বারবার নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, তা সিইসির কাছে জানতে চান। তিনি বলেন, ‘চারটার সময় ভোট শেষ হবে। তারপর গণনা করা হবে। সে সময় আপনারা থাকতে পারেন। তখনই আমরা আন অফিশিয়ালি বলতে পারব কত ভোট গণনা হয়েছে। নির্বাচনে অনিয়মের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
এর আগে সিইসি দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-৭ আসনের (পুরান ঢাকা ) বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে যান। দেড়টার দিকে ওই কেন্দ্র ছেড়ে যান তিনি। এ সময় ভোট গ্রহণ সম্পর্কে সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি তিনি।