শীর্ষবিন্দু নিউজ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ প্রার্থী নির্বাচিত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ কমিশনার দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। পাঁচ কমিশনারের মধ্যে একমাত্র নির্বাচন কমিশনার জাবেদ আলী ভোট দিতে পেরেছেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ঢাকা-১১ আসনের ভোটার। এ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী একে এম রহমতউল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না সিইসি। একই অবস্থা নির্বাচন কমিশনার আব্দুল মোবারকের। তিনি ঢাকা-৮ আসনের ভোটার। এ আসনে মহাজোট মনোনিত প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আব্দুল মোবারক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি।
ঢাকা-১৩ আসনের ভোটার নির্বাচন কমিশনার আবু হাফিজ। এ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনিও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি।
এছাড়া নির্বাচন কমিশনার শাহ নেওয়াজও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। শাহ নেওয়াজ চাঁদপুরের ভোটার। চাঁদপুরের সব কয়টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে একমাত্র সৌভাগ্যবান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। জাবেদ আলী ঢাকা-১৭ আসনের ভোটার। দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ হয়।
ইসি সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে মোট ভোটার ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৯৭৭ জন। ১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৪৭ আসনে ব্যালটে ভোট হয়। এতে মাত্র ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আর ৪ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩৯ জন ভোটার ভোট দিতে পারেননি।