রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৯

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচন ছিল আদর্শ-গঠনমূলক পরিবেশহীন

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচন ছিল আদর্শ-গঠনমূলক পরিবেশহীন

শীর্ষবিন্দু নিউজ: নির্বাচনে আদর্শগত ও গঠনমূলক যে পরিবেশ থাকার কথা তা এ নির্বাচনে ছিল না বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। ৫৯টি জেলা থেকে ৪৩টি জেলার ৭৫টি সংসদীয় আসনে পর্যবেক্ষণ করেছে ইডব্লিউজি।

গ্রুপের স্টিয়ারিং কমিটির সদস্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেছেন, অন্যান্য জাতীয় সংসদ নির্বাচনে যে আমেজ, উৎসাহ থাকে তা এ নির্বাচনে ছিল না। দলমত নির্বিশেষে যদি বলা যায়, তাহলে বলতে হবে একেবারেই ভিন্ন মেজাজে এ নির্বাচন আমাদের সামনে হাজির হয়েছে। সোমবার বেলা ৩ টায় জাতীয় প্রেসক্লাবে ইডব্লিউজির উদ্যোগে দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক বিবৃতি প্রদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

ইডব্লিজির বিবৃতিতে বলা হয়, নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। ব্যালট বাক্স ছিনতাই ও পুড়িয়ে ফেলা, ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, সহিংসতার কারণে প্রিজাইডিং অফিসারের ভোটকেন্দ্র পরিত্যাগ করা, ভোটগ্রহণ কার্যক্রম সময় সময় বন্ধ রাখা রয়েছে। লিখিত বিবৃতিতে ইডব্লিউজির আবদুল আলীম বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় এবং সার্বিক নিরাপত্তাজনিত কারণে নির্বাচন ছিল উৎসাহ-উদ্দীপনাহীন।

নির্বাচনে সরকারি দলের বাধা পেয়েছেন কিনা-এ প্রশ্নের উত্তরে আবদুল আলীম বলেন, বাধা পেয়েছি। আমাদের একজনকে বের করে দেওয়া হয়েছিল। তবে কোন এলাকায় তারা বাধার মুখে পড়েছিলেন তা বলতে অস্বীকৃতি জানায় ইডব্লিউজি।

ওপর মহল থেকে কোনো চাপ ছিলো কিনা এ প্রশ্নের উত্তরে তারা জানান, কোনো ধরনের চাপ তাদের ওপর ছিল না। অনুষ্ঠানে সাংবিদকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইডব্লিউজির কর্মকর্তারা বলেন, সীমিত আকারে তারা কাজ করেছেন। ভোটারদের উপস্থিতি ও ভোটারদের নিরাপত্তার ওপর নজর ছিল তাদের। বিবৃতি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইডব্লিউজির স্টিয়ারিং কমিটির সদস্য এএইচএম নোমান, হারুন-অর-রশীদ, তালেয়া রেহমান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025