শীর্ষবিন্দু নিউজ: এক সময়ের সামরিক শাসক ও সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। আজ রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে চারজনকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টারা হলেন—প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের ছয়জন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়া হয়েছে।