শীর্ষবিন্দু নিউজ: বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দীর্ঘ নীরবতা ভেঙ্গে স্বরূপে ফিরেছে হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্ক। বারিধারার এই বাসায় রোববার সন্ধ্যা পৌনে ৭টায় এরশাদ ফেরার পর খবর পেয়ে জমায়েত হয়েছেন কয়েক শ’ নেতাকর্মী।
রোববার বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগগান শেষে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ফিরে গেলেও সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি বারিধারায় তার বাসভবন প্রেসিডেন্ট পার্কে পৌছান। ঢাকা মেট্রো-ঘ ১৩-৭৬৬৫ নম্বরের গাড়িতে তাকে বাসায় প্রবেশ করতে দেখা যায়। দীর্ঘ দিন একটানা সামরিক হাসপাতালে (সিএমএইচ) কাটিয়ে এরশাদ তার বাসায় ফিরছেন খবর পেয়ে বিকেল থেকেই কার্যত নেতকর্মীদের ভিড় বাড়ছিলো প্রেসিডেন্ট পার্কে।
এদিকে এরশাদ সিএমএইচ এ যাওয়ার পর জাতীয় পার্টির যেসব নেতার ভূমিকা ছিলো প্রশ্নবিদ্ধ তারাও প্রেসিডেন্ট পার্কে ভেড়ার চেষ্টা করছেন। কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের দালাল দালাল বলে ধিক্কার দিচ্ছেন। নেতাকর্মীদের চোখে চিহ্নিত দালালদের বাসার উপরে উঠতে দেওয়া হচ্ছে না।
গত ৩ ডিসেম্বর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর নানা নাটকীয়তার জন্ম দিয়ে গত ৯ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে কাটে এরশাদের। হাসপাতালে থেকেই রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১১ জানুয়ারি হাসপাতালে থেকেই অত্যন্ত গোপনে সংসদে গিয়ে স্পিকারের কক্ষে শপথ নিয়ে ফের হাসপাতালে ফিরে যান এরশাদ।