শীর্ষবিন্দু নিউজ: ছয় জেলার সাতটি সংসদীয় আসনের ৩শ’ ৯০ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যে সব আসনে পুনঃভোট হচ্ছে, সেগুলো হলো- দিনাজপুর-৪, বগুড়া-৭, গাইবান্ধা ১, ৩, ৪, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১। কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারে কম বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গত ৫ই জানুয়ারি সংঘাত ও সহিংসতার কারণে এসব আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়। দশম সংসদ নির্বাচনে এই পর্যন্ত ঘোষিত চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগ ২২৯, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, জেপি ১, তরীকত ১, বিএনএফ ১ ও স্বতন্ত্র ১৪টি আসন পেয়েছে। বিএনপিসহ বেশিরভাগ দল এ নির্বাচন বর্জণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।