শীর্ষবিন্দু নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহমূলক কোন বক্তব্য রাখেননি দাবি করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মুখে এ ধরনের মিথ্যাচার শোভা পায় না। সৈয়দ আশরাফ কোন অবস্থায় বক্তব্য রেখেছেন এ নিয়েও প্রশ্ন তোলেন ফখরুল। দুপুরে নয়া পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতা গ্রহণ করেই বিএনপি নেতাকর্মীদের হত্যা-গুম করতে শুরু করেছে। এ পর্যন্ত তারা ১৮৭ জনকে গুপ্ত হত্যা বা গুম করেছে। আর এসময়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২২২ জন। তারা একই সময়ে মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি ধরপাকড় করছে। সাধারণ মানুষও আজ নিরাপদ নেই। তারা ঝোঁপঝাড়ে দিন-রাত অতিবাহিত করছেন। ৭১ সালে পাক বাহিনী যে পরিস্থিতি তৈরি করেছিল আজ সরকার সেই একই রকম পরিস্থিতির সৃষ্টি করেছে। গণতান্ত্রিক একটি দেশে আইনের শাসন না থাকলে এরকম ঘটনা ঘটে। এটি গণতন্ত্রকে নির্মূল করার উদ্যোগেরই অংশ।
তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে অন্যায় ভাবে ব্যবহার করে ভিন্ন মতকে বন্ধ করে দেয়া হচ্ছে। দেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র অবশিষ্ট নেই। হত্যা বেড়েছে। যৌথবাহিনী দিয়ে জনগণের উপরে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ফখরুল বলেন, সরকার তথাকথিত নির্বাচন করেছে যেখানে ৫ ভাগও ভোট পড়েনি। এমন নির্বাচনে নির্বাচিত হয়ে জোর করে ক্ষমতায় এসেছে। যে নির্বাচনে আওয়ামী জোট ছাড়া নিবন্ধিত বাকি ৩০টি দলের কেউই অংশ নেয়নি। এই নির্বাচনে আওয়ামী লীগের নৈতিক পরাজয় হয়েছে।
তিনি হত্যাকাণ্ড ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ ও মিথ্যা মামলায় আটক নেতাদের মুক্তি দাবি করে বলেন, অবিলম্বে নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দিয়ে দেশকে গণতন্তের পথে ফিরিয়ে আনুন। তা না হলে ইতিহাস ক্ষমা করবে না আপনাদের। সাংবাদিকরা জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার জন্য, এ বিষয়ে বিএনপির অবস্থান কি?
জবাবে ফখরুল বলেন, তিনি কি বক্তব্য দিয়েছেন তারা দেশবাসী শুনেছে। তিনি কোন রাষ্ট্রদ্রোহমূলক কথা বলেছেন? এটি আওয়ামী লীগের মিথ্যাচার। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দলীয় কোন সিদ্ধান্ত নেই। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহাগরের সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।