বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৪

খালেদাকে পাকিস্থানে যাওয়ার পরামর্শ দিলেন হাসিনা

খালেদাকে পাকিস্থানে যাওয়ার পরামর্শ দিলেন হাসিনা

শীর্ষবিন্দু নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চেষ্টা করলেও তিনি পারবেন না। তার মনে আছে পাকিস্তান। এই পাকিস্তানের প্রতি যদি এতোই ভালবাসা থাকে তাহলে পাকিস্তান চলে যেতে পারেন। আজ বিকালে গাইবান্ধার শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা সার্কিট হাউসে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন তিনি। এসময় তিনি বলেন, রাজনীতি করার জন্য রাজনীতি করে না বিএনপি। তারা মানুষ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে সন্ত্রাসী তাণ্ডব চালায়। বিএনপি যা করেছে, সেটা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকানোর নামে প্রিসাইডিং কর্মকর্তা ও সাধারণ মানুষকে হত্যা করে। অনেকের হাত-পায়ের রগ কেটে দেয়। তাদের হাত থেকে নারীরাও রক্ষা পাচ্ছে না।

বিএনপি যা করেছে, তা জঙ্গিবাদী ঘটনা। সহিংসতায় হতাহত ও ক্ষতির শিকার ৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। নিহত তিনজনের পরিবারকে ১০ লাখ টাকা করে এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025