বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:১৬

ব্যাংক ডাকাতির ঘটনায় টাকাসহ দুইজন আটক

ব্যাংক ডাকাতির ঘটনায় টাকাসহ দুইজন আটক

শীর্ষবিন্দু নিউজ: কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে প্রায় ১৭ কোটি টাকা ডাকাতির ঘটনায় মূলহোতাকে আটক করেছে র‌্যাব। আজ দুপুরে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় লুট করা পাঁচ বস্তা টাকাও উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের ভল্ট থেকে ১৬ কোটি টাকা চুরির ঘটনায় জড়িত দুজন ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। সোহেল ওরফে হাবিব এবং মোতাহার নামে ওই দুই ব্যক্তির কাছে কয়েক বস্তা টাকাও পাওয়া গেছে বলে র‌্যাব জানিয়েছে। মঙ্গলবার বিকালে শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন একটি বাড়ি থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গত ২৬শে জানুয়ারি কিশোরগঞ্জ শহরের রথখোলা এলাকার ঈশাখা রোডের সোনালী ব্যাংকের একটি শাখা থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে ডাকাতরা। ১৬ ফুট অভিনব সুড়ঙ্গ কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এরপর ওই পরিমাণ টাকা লুট করা হয়।

পুলিশ সূত্র জানায়, ব্যাংকের ওই শাখার জ্যেষ্ঠ হিসাবরক্ষণ কর্মকর্তা মোহসিনুল হক জানান, বিকাল ৩টার দিকে টাকার প্রয়োজনে ব্যাংকের ভল্টে ঢুকে মেঝেতে সুড়ঙ্গ দেখতে পান তিনি। পুলিশ এসে ঘটনা তদন্ত করে ১৫ ফুট দূরে পাশের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষের ভেতর সুড়ঙ্গের অন্য প্রান্তের সন্ধান পায়। ওই বাড়ির অন্য একটি কক্ষে এক নারী দুই মেয়ে নিয়ে ভাড়া থাকেন, তার স্বামী থাকেন সৌদি আরবে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।

চুরির ঘটনা ধরা পড়ার পর কর্তব্যরত ৮ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। ওই শাখার উপ-মহাব্যবস্থাপক শেখ আমানুল্লাহ থানায় মামলা করলেও তাতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025