শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশ সরকারের উচিত সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীর একের পর এক সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় একটি নিরপেক্ষ তদন্তের অনুমোদন দেয়া। নিরাপত্তা হেফাজতে আটক সকল ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতে সরকারের উচিত আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জনসমক্ষে নির্দেশ দেয়া। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে গতকাল এ আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেয়া হয়।
এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, বাংলাদেশে বিরোধী দলের সদস্যদের অনুমানসাপেক্ষ ‘ক্রসফায়ারে’ হত্যাকাণ্ডের একটি ভীতিজনক ধারা আমরা লক্ষ্য করছি। তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত নিরাপত্তা বাহিনীগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করার বিষয়টি নিশ্চিত করা ও ক্রসফায়ারে নিহতের ঘটনায় একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের নির্দেশ দেয়া।
ওই বিবৃতির শুরুর দিকে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)- এর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী বিরোধী দলের সমর্থকদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে। গ্রেপ্তার হওয়া কর্মী-সমর্থকদের মধ্যে কয়েকজন গত ৫ই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের সময় সহিংস হামলায় জড়িত ছিলেন। এদিকে নিরাপত্তা বাহিনীসমূহ দাবি করছে, ক্রসফায়ারের ঘটনায় নিহতের ঘটনাগুলো ঘটেছে।