সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ কর্মীসভা আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপুমনি এমপি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং সদস্য অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি ।
এক যুক্ত বিবৃতিতে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জেলা ও মহানগর আওয়ামী লীগের আওতাধীন উপজেলা, ওয়ার্ড, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি