বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫২

তারেকের নিষেধাজ্ঞার তথ্য বিভ্রান্তিমূলক বললেন মজিনা

তারেকের নিষেধাজ্ঞার তথ্য বিভ্রান্তিমূলক বললেন মজিনা

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপে সুপারিশ ছিলো, উইকিলিকসের এমন খবরকে বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।

বৈঠকের পর মজীনা আরও বলেন, রাজনৈতিক সহিংসতা যুক্তরাষ্ট্র সমর্থন করে না। সংলাপের মাধ্যমের রাজনৈতিক সঙ্কটের সমাধান হবে বলে তিনি আশাবাদী। ২০০৮ সালের ৩ নভেম্বর ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এক গোপন বার্তায় ওয়াশিংটনে এই সুপারিশ পাঠান বলে মঙ্গলবার সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

মঙ্গলবার রাত সাড়ে আটটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করতে যান মজীনা। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান,  ড. ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, মজীনার সঙ্গে খালেদা জিয়ার আসন্ন উপজেলা নির্বাচনসহ সার্বিক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে নি, নির্বাচন সুষ্ঠু হয় নি। যদি জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে-  একথা মজীনাকে জানানো হয়েছে, বলেন শমসের মুবিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025