সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৩১

দ্বন্দের মধ্যে দুই কোরিয়ান পরিবারের মধ্যে ঐতিহাসিক মিলন

দ্বন্দের মধ্যে দুই কোরিয়ান পরিবারের মধ্যে ঐতিহাসিক মিলন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রায় ছয় দশক পর নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলেন যুদ্ধের সময় আলাদা হয়ে যাওয়া দুই কোরিয়ার কয়েকশত জনগণ।  ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর প্রথমবারের মতো মিলিত হলেন তারা। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার মাউন্ট কুমগ্যাং অবকাশ কেন্দ্রে দুই কোরিয়া থাকা পরিবারের সদস্যরা মিলিত হন। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর কোরিয়ায় চলবে এ পুনর্মিলনী অনুষ্ঠান।

গতকাল বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নির্ধারিত স্থানে দক্ষিণ কোরিয়ার ১৪০ জন। তাদের মধ্যে ৮০ জন বৃদ্ধ। উত্তর কোরিয়া থেকে প্রায় শতজন কুমগ্যাংয়ের পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। প্রিয়জনদের সাক্ষাৎ পেয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন কোরীয়রা। পুনর্মিলনের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে তারা একত্রে সময় কাটান। রাতে তারা একসঙ্গে খাবেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে রাজনীতি নিয়ে কোনো আগ্রহ না দেখালেও নিজেদের আবেগ ‍অনুভূতিকেই প্রধান্য দিচ্ছেন। প্রিয়জনদের জন্য কেউ আনতে ভুলেননি উপহার সামগ্রী, পোশাক, ওষুধপত্র ও খাবার। দক্ষিণ কোরিয়া থেকে আসা সত্তরোর্ধ্ব লি দু ইয়ং বলেন, এটি সত্যই একটি অলৌকিক ঘটনা। আমি খুবই অনুপ্রাণিত। আমার জীবনে যার অভাব ছিল সে আমার ভাই। আজকে আমি তাকে দেখতে পেলাম। আগামীকাল মারা গেলেও আমার কোনো আক্ষেপ থাকবে না।

কোনো শান্তিচুক্তি না হলেও ১৯৫৩ সালে যুদ্ধবিরতির ঘোষণার মধ্য দিয়ে কোরিয়া যুদ্ধের অবসান হয়। এতে লাখ লাখ কোরীয় একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। পরে দুই দেশের সম্পর্কের ‍অবনতি হলে তাদের মাঝে আর কোনো সরাসরি যোগাযোগ হয়নি। সম্প্রতি উত্তর কোরিয়া দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার ঘোষণার পর এ অনুষ্ঠানটি হচ্ছে। তবে পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য সোমবার থেকে পীত সাগরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুষ্ঠেয় সামরিক মহড়া স্থগিতের আহ্বান জানিয়েছিল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়েছিল, যৌথ মহড়া অব্যাহত থাকলে পুনর্মিলনী অনুষ্ঠান বাতিল করা হবে। এরও আগে গত সেপ্টেম্বরে এমন পদক্ষেপ বাতিল করে উত্তর কোরিয়া। ২০১০ সালে পুনর্মিলনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দুই কোরিয়ার মধ্যে গোলাগুলির ঘটনায় তা বাতিল করে দক্ষিণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025