শীর্ষবিন্দু নিউজ: আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার কৃষি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। বর্তমানে প্রায় ১৫ হাজার কোটি টাকা কৃষি ঋণ দিচ্ছে সরকার। আগামী বাজেটে এর আকার আরো বাড়ানো হবে। শনিবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁওস্থ মকন উচ্চ বিদ্যালয় মাঠে চ্যানেল আই আয়োজিত কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেনএ কথা বলেন।
দেশে কৃষিখাত সবচেয়ে গতিশীল ও স্থিতিশীল জানিয়ে তিনি বলেন, কৃষিতে সরকার ভর্তুকি দিচ্ছে। এসব ভর্তুকি যেনো জালিয়াতি না হয় এবং কৃষককে সহজে এই ঋণ পৌঁছে দিতে কার্ড ব্যবস্থা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সিলেটের লোকজন আরামপ্রিয়। অলসতার কারণে সিলেটে লক্ষাধিক হেক্টর কৃষি জমি অনাবাদি পড়ে আছে। কৃষকরা এগিয়ে এলে সরকার সবধরণের সহযোগিতা দিতে প্রস্তুত। মন্ত্রী জানান, সিলেটে বিআইডিসি ১৬৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে। এটি এখনও মন্ত্রণালয়ে রয়েছে। প্রকল্প যেনো পাস হয় এবং দ্রুত বাস্তবায়ন হয় সেজন্য আমি সমর্থন করবো। তবে এটি বাস্তবায়নের সবাইকে সচেষ্ট হতে হবে।
অর্থমন্ত্রী বলেন, সিলেট পানির দেশ। আবার সিলেটে পানি সমস্যা অন্যতম। এখানে ডিপ টিউবঅয়েল কম। এসব ডিপ টিউবঅয়েল স্থাপনে অনেক অসুবিধাও আছে। তাই এখানের হাওর ও নদী খনন খুবই জরুরি। তিনি পানি উন্নয়ন বোর্ডকে ছোট ছোট নদী, হাওর ও খাল খনন এবং কৃষি উন্নয়নে ছোট ছোট প্রকল্প পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান এবং এসব প্রকল্প বাস্তবায়নে সবধরণের সহযোতিার আশ্বাস দেন।
এর আগে শাইখ সিরাজের উপস্থাপনায় উপস্থিত কৃষকরা কৃষি নিয়ে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মকন মিয়া। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রমুখ।