মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৭

একনেকে ৫ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পাস

একনেকে ৫ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পাস

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) বৈঠকে পাঁচটি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর মোট ব্যয় ৬১৫ কোটি টাকা। সমস্ত টাকায় সরকারি খাত থেকে মেটানো হবে। নগরীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের  পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল প্রকল্প সমন্ধে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন জানান, গোপালগঞ্জে একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা হবে। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর জন্মস্থানের কারণে এই কলেজ তৈরি করা উদ্যোগ নেওয়া হয়েছে।

একনেকে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো, ১৮৪ কোটি টাকা ব্যয়ে ৪০ পৌরসভা ও গ্রোথ সেন্টারে পানি সরবরাহ এবং এনভারমেন্টাল স্যানিটেশন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) বাস্তবায়ন করা হবে। এস্টাবলিশমেন্ট অব শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, নারায়ণগঞ্জ প্রকল্পের মোট ব্যয় ৮৮ কোটি ৭০ লাখ টাকা। ৭৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে সরকারি শিশু পরিবারের হোস্টেল নির্মাণ (৮ ইউনিট) প্রকল্পের কাজ শেষ করা হবে।

কুড়িগ্রাম-উলিপুর-চিলমারি সড়ক উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এর ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৬৭ লাখ টাকা। নকলা-নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে সংশোধিত ব্যয় ধরা হয়েছে ২৪০ কোটি টাকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025