শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে স্বাস্থ্য সেবা জোরদার করছে। এজন্য দেশ দুটি বিভিন্ন কার্যক্রম হাত নিয়েছে। এ উপলক্ষে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ জেডব্লিউজি’র মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ভারতের রাজধানী নয়াদিল্লীতে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০১৪ দুইদিনব্যাপী অনু্ষ্ঠিত হবে এ বৈঠক।
বৈঠকে স্বাস্থ্য সহযোগিতা নিয়ে দু’দেশের পারস্পরিক সফর, স্বাস্থ্য খাতে মানব সম্পদের উন্নয়ন ও দুই দেশের সীমান্তের জনগণের স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নয়াদিল্লী সফরকালে জেডব্লিউজি’র বাংলাদেশি প্রতিনিধিরা ভারতের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান ও সংস্থা পরিদর্শন করবেন।
এর আগে গত ২০১১ সালের সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর এক যৌথ বিবৃতিতে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, বাংলাদেশের জনগণের স্বাস্থ্যসেবা খাতে তার দেশ সহায়তা করবে। তারই ফলোআপ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।