রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৮

দ্বিতীয় পর্বের ভোট উৎসব: বিক্ষিপ্ত সংঘর্ষ, ২১ কেন্দ্র স্থগিত

দ্বিতীয় পর্বের ভোট উৎসব: বিক্ষিপ্ত সংঘর্ষ, ২১ কেন্দ্র স্থগিত

শীর্ষবিন্দু নিউজ: বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ, ব্যালট ছিনতাই এবং হতাহতের ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ১১৫টি উপজেলার ভোট। উপজেলার নির্বাচনের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার এসব উপজেলার ৮ হাজার ১৩১টি কেন্দ্রে  সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে। ভোটগ্রহণ শেষেই কেন্দ্রে  কেন্দ্রে গণনা শুরু হয়েছে বলে ইসির ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম জানান।

দুপুরের পর নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে সংঘর্ষে নিহত হয়েছেন একজন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ও বাগেরহাটের ফকিরহাটে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী। পীরগঞ্জে ক্ষমতাসীনদের পরাজয়ের পরই খবর ছড়িয়ে পড়েছিল চারদিকে। প্রথম দফার ভোটের সঙ্গে মিলবেনা দ্বিতীয় দফার উপজেলা নির্বাচন। যেকোন মূল্যে প্রতিহত করা হবে বিএনপি-জামায়াত সমর্থকদের। বৃহস্পতিবার সকালে ১১৫টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পরপরই সে খবরের সত্যতা মিলতে শুরু করে।

বিভিন্ন এলাকায় বিরোধী পক্ষের এজেন্টদেরকে বের করে দেয়া হয় ভোট গ্রহণের শুরুতেই। দেশের ৫২টি জেলার ১১৫টি উপজেলায়  সকাল ৮টা থেকে ভোট নেয়া শুরু হয়। ভোট শেষ হয় বিকাল ৪টায়। নোয়াখালী সদর উপজেলায় সংঘর্ষে পুলিশের গুলিতে এক জন শিবির কর্মী নিহত হয়েছেন। এ উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। কমপক্ষে সাতটি উপজেলায় বিএনপি সমর্থক প্রার্থীরা নির্বাচন বর্জণ করেছেন। বিএনপির পক্ষ থেকে দলটির যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ ভোট ডাকাতির অভিযোগ করেছেন। ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা।

সচিব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় নোয়াখালী সদর উপজেলার সবকেন্দ্রে ভোট স্থগিত করেছে ইসি। এছাড়া সিরাজগঞ্জের তাড়াশের একটি, বরিশাল সদরের ১১টি, ফরিদগঞ্জের ৮টি ও ফেনী সদরের একটি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় মোট ২১টি কেন্দ্র স্থগিতের খবর দিলেও স্থানীয়ভাবে প্রিসাইডিং কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা আরো বেশি। এরপরও নির্বাচন কমিশন বলছে, ভোট হয়েছে উৎসবমুখর পরিবেশে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025