শীর্ষবিন্দু নিউজ: ব্যাপক ভোট কারচুপি এবং কেন্দ্র দখলের অভিযোগ জমছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বিভিন্ন জেলা থেকে ভোট গ্রহণ শুরুর পর থেকেই শুরু হয়েছে অভিযোগ আসা। এ পর্যন্ত চারটি উপজেলায় বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। মাদারিপুরের শিবচর, ভোলার চরফ্যাশন ও বোরহানুদ্দীন এবং বরিশালের সদর উপজেলার নির্বাচন বর্জন করা হয়েছে।
বিএনপির নির্বাচন মনিটরিং সেলের সদস্য বেলাল আহমেদ জানান, চর দখলের মতো ভোট কেন্দ্র দখল করছে সরকারি দলের কর্মীরা। তিনি আশঙ্কা প্রকাশ করেন, উল্লেখযোগ্য সংখ্যক উপজেলায় শেষ পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করা ছাড়া আর কোন উপায় থাকবে না।