বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:০২

আয়েবা’র দাবি: এক কোটি প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি

আয়েবা’র দাবি: এক কোটি প্রবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে প্রবাসীদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী ড. জয়নুল আবেদীন।

সংবাদ সম্মেলনে সংগঠনের ফ্রান্স শাখার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, পর্তুগাল শাখার সহ-সভাপতি রানা তাসলিম উদ্দিন, যুক্তরাজ্যের শিক্ষা বিষয়ক সম্পাদক নূরুল করিম, বাংলাদেশ শাখার অর্থ ও বাণিজ্য বিষয়ক যুগ্ম-সম্পাদক আজহারুল হক ফেরদৌস উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ইউরোপে প্রায় ১০ লাখসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বাংলাদেশি রয়েছেন। তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় এদেশের অর্থনীতির চাকা ঘোরে। কিন্তু তারা ভোটার না হওয়ায় দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারেন না। দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও প্রবাসীদের এখনও ভোটার লিস্টে অর্ন্তভুক্ত করা হয়নি। প্রবাসীদের ভোটার করার দাবি জানিয়ে জয়নুল আবেদীন বলেন, জনসংখ্যার অনুপাতিক হারে প্রবাসীদের জন্য সংসদে আসন নিশ্চিত করতে পারে সরকার। এসব প্রবাসী কর্মী ও তাদের ছেলে-মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগসহ চিকিৎসারও ব্যবস্থা করতে হবে।

সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ২০১২ সালে গঠিত হওয়ার পর বিশ্বর ত্রিশটি দেশে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করে যাচ্ছে আয়েবা। এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো কমিউনিটি ডেভেলপমেন্ট ও কান্ট্রি ডেভেলপমেন্ট। ২০১৩ সালের ১৭ এপ্রিল গ্রিসের এথেন্সে ৩৫ জন বাংলাদেশির ওপর গুলিবর্ষণকারী মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় সংগঠনের একটি বড় অর্জন বলেও মনে করেন জয়নুল আবেদীন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন জিএসপি স্থগিতের সিদ্ধান্ত নিলে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তা বাতিল করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025