শীর্ষবিন্দু নিউজ: টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে ঋণখেলাপের অভিযোগে বাতিল হওয়ার বিরুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এ আপিল করেছিলেন। আপিলের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ রায় ঘোষণা করেন।
শুনানিতে অংশ নেয়ার পর কাদের সিদ্দিকী জানিয়ে ছিলেন আপিল খারিজ হলে তিনি উচ্চ আদালতে রিট করবেন। বিকাল চারটায় রায় ঘোষণার সময় কাদের সিদ্দিকীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে কাদের সিদ্দিকীর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। সকাল নয়টা ৫৭ মিনিটে কাদের সিদ্দিকী কমিশন কার্যালয়ে পৌঁছেন। শুনানি শেষে সাড়ে ১০টার দিকে তিনি বেরিয়ে যান।