সিলেট নগরীর সুরমা মার্কেট থেকে সিটি পয়েন্ট পর্যন্ত রিকশা চলাচলের জন্য পরীক্ষামূলকভাবে আলাদা লেন চালু করা হয়েছে। রোববার সকাল থেকে এ কার্যক্রম শুরু করা হয়। পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান খান, মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আকরাম হোসেন, এসিসট্যান্ট কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন (ট্রাফিক) আহমদসহ সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুর হক চৌধুরী বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি করপোরেশন যৌথভাবে আলোচনা করে এ পরীক্ষামূলক কার্যক্রম চালু করেছে। সিলেট নগরীর যানজট নিরসনের অংশ হিসেবে এ উদ্যোগ। এ কার্যক্রম ফলপ্রসূ হলে নগরীর অন্যান্য সড়কেও রিকশার জন্য আলাদা লেন করা হবে। টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যানজট নিরসনের স্বার্থে ইজিবাইক ও রিকশার চলাচলের ক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে জানিয়ে সিটি মেয়র বলেন, ইজি বাইকগুলোর একটি অংশকে লামাবাজার পর্যন্ত, অপর অংশকে চৌহাট্টা পর্যন্ত এবং কিছু অংশকে জেলরোড পর্যন্ত চলাচল সীমাবদ্ধ করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।
মেয়র আরো বলেন, যাত্রীরা যদি রিকশা কিংবা ইজিবাইক নিয়ে সরাসরি বন্দরবাজার কিংবা জিন্দাবাজারে না এসে কিছুটা হেঁটে হেঁটে আসেন তাহলে যানবাহনের চাপ কিছুটা হলেও কমবে। মেয়র বলেন, আমাদের হাঁটার অভ্যাস ফিরিয়ে আনা জরুরি। একজন নাগরিক যাতে সুন্দরভাবে ফুটপাথে হেঁটে হেঁটে তার প্রয়োজনীয় কাজ সারতে পারেন সেই পরিবেশ ফিরিয়ে আনাটাও এখন সময়ের দাবি। এজন্য তিনি নগরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন। রিকশা লেনের পরীক্ষামূলক কার্যক্রম চালুর পর মেয়র আরিফুল হক চৌধুরী নিজেই ঘণ্টা দেড়েক ট্রাফিকদের মতো বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে যানবাহনের চালকদের নির্দিষ্ট পথ অনুসরণ করার অনুরোধ করেন।