শীর্ষবিন্দু নিউজ: সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দা ও লন্ডন রুটে ফ্লাইট চালুর দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব। রোববার দুপুরে আটাব সিলেট অঞ্চলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন আটাবের সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিল।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল জব্বার জলিল অভিযোগ করে বলেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে দিনে দুইটি ফ্লাইট জেদ্দা যাচ্ছে। অথচ সিলেট থেকে সরাসরি কোন ফ্লাইট দিচ্ছে না বিমান। সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর থাকলেও এখানকার প্রবাসী যাত্রীদেরকে নানা ভোগান্তির পর ঢাকা হয়ে লন্ডন যেতে হয়। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের অবিচার ও বৈষম্যমূলক আচারণের কারণেই সিলেটের প্রবাসীদের এ দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাজ্যে প্রবাসীদের বেশির ভাগ সিলেটের হলেও এই রুটের ফ্লাইট দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে বিমানের ব্যবস্থাপক ও অর্থমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। যাত্রীদের বিষয়টি বিবেচনা করে জেদ্দা ও লন্ডন রুটে সিলেট থেকে ফ্লাইট চালুর দাবি জানান তিনি।
প্রতি বছর সিলেট থেকে সবচেয়ে বেশি হাজী হজ করতে মক্কায় গেলেও ঢাকা-জেদ্দা রুটে এ অঞ্চলের জন্য সর্বনিম্ম কোটা বরাদ্দ রাখা হয়। এতে অনেক যাত্রী সময় মতো পবিত্র উমরা হজ পালন করতে সেখানে যেতে পারেন না। এছাড়া বিমানের অবহেলায় সিলেট-লন্ডন ফ্লাইটটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়।