শীর্ষবিন্দু নিউজ: রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পরিধি ১১ হাজার কোটি টাকা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন।
তিনি বলেছেন, আগামী অর্থবছরের বাজেট থেকে করপোরেট কর বিদ্যমান ৩৭ দশমিক ৫ শতাংশ থেকে কমানো শুরু হবে। ধাপে ধাপে তা ব্যক্তি আয়করের হার ২৫ শতাংশে নামিয়ে আনা হবে। চলতি বছরের বাজেটের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৩৬ হাজার কোটি টাকা। তিন মাসের রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ায় লক্ষ্যমাত্রা ১১ হাজার কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে তা এক লাখ ২৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। আজ রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের কার্যালয়ে রাজস্ব সংগ্রহ ও বাজেটবিষয়ক এই ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
গোলাম হোসেন বলেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেট গবিরবান্ধব করা হবে। বিত্তবানেরা বেশি কর দেবেন, কম বিত্তবানেরা দেবেন কম। তিনি বলেণ, চলতি ২০১৩-১৪ অর্থবছরের জানুয়ারি পর্যন্ত সময়ে এনবিআর ৫৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা সাত মাসের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার কোটি টাকা কম। গত বছর জাতীয় সংসদে দুই লাখ ২২ হাজার কোটি টাকার যে বাজেট পাস হয় তাতে এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়। এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেয়ার দায়িত্ব পড়ে জাতীয় রাজস্ব বোর্ডের ওপর।
এনবিআর চেয়ারম্যান বলেন, ৫ই জানুয়ারি নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে এনবিআরের পক্ষ থেকে সরকারের সঙ্গে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তার ভিত্তিতেই লক্ষ্যমাত্রা কমানো হয়। একসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। শেখ হাসিনার হিসাবটি খুলে দেয়া হলেও খালেদা জিয়ারটি কেন খুলে দেয়া হয়নি জানতে চাইলে গোলাম হোসেন বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট খুলে দেয়া হয়েছে তার লিখিত আবেদনের ভিত্তিতে। যারাই আবেদন করেছেন, যৌক্তিক কারণ না থাকলে সবারটাই খুলে দেয়া হয়েছে। গত ১৬ মাসে ওনার (খালেদা জিয়া) কাছ থেকে কোন আবেদন আমরা পাইনি। অ্যাকাউন্ট জব্দ হলে সেটা খোলার জন্য আবেদন করতে হয়। তিনি কোন আবেদন করেননি।