বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৪১

ব্রিটেনে ইমিগ্রান্টদের সংখ্যা প্রকাশের দাবি জানালো বিরোধীদল

ব্রিটেনে ইমিগ্রান্টদের সংখ্যা প্রকাশের দাবি জানালো বিরোধীদল

সুমন আহমেদ: মোট ইমিগ্রেন্ট সংখ্যা আসলে কত? সে হিসাব নিয়ে সরকার এবং বিরোধীদল গুলোর মধ্যে বিতর্কের আলোচনা এখন তুঙ্গে। সরকার এই হিসাব গত বছরের শেষের দিকে প্রকাশ করার কথা থাকলেও তা এখনো প্রকাশিত হয়নি। ফলে তা নিয়ে এখন ধুম্রজাল সুষ্টি হয়েছে। তবে চাপের মুখে পড়ে সরকার তা এখন দু-এক দিনের মধ্যে হিসেব প্রকাশ করবে বলে জানা গেছে।

কেউ জানে ব্রিটেনে এখন মোট ইমিগ্যান্ট সংখ্যা আসলে কত? এ বিষয়ে বিভিন্ন প্রতিষ্টান ভিন্ন ভিন্ন হিসাব প্রকাশ করছে। তাই এ বিষয়ে মোট ইমগ্রান্ট নিয়ে তৈরি হযেছে ধ্রুমজাল। এর মধ্যে শীঘ্রই মোট ইমিগ্রান্ট সংখ্যা জানিয়ে প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছে লেবার দলসহ অন্যান্য বিরোধী দলগুলো।

সম্প্রতি মাইগ্রেশন এডভাইজারী কমিটির প্রকাশিত একটি প্রতিবেদনের হিসেব মতে ব্রিটিশরা চাকরি হারাচ্ছে অতিরিক্ত হারে ইমিগ্যান্ট আসার কারণে। এর বিপরীতে দ্যা সিভিল সার্ভিস এ ব্যাপারে বিরোধীতা করেছে। এই বিতর্কের মধ্যে লেবার দল দাবি জানালো সঠিক সংখ্যা প্রকাশের।

শ্যাডো ইমিগ্রান্ট মিনিষ্টার ডেভিড হ্যানসন দ্রুত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে বলেছেন এত ব্রিটিশরা জানবে মোট কতজন ইমিগ্যান্ট ব্রিটেনে আছেন। এতে করে পরিস্কার হবে ব্রিটিশরা ইমগ্রান্টদের জন্য চাকরি হারাচ্ছে না চাকরির বাজারে মন্দা বিরাজ করছে।

লেবার দলের দাবির পর সরকার জানিয়েছে, দু‘ এক দিনের মধ্যে মোট ইমিগ্যান্টদের সংখ্যা প্রকাশ করা হবে। যদি সরকারের এই প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল গত বছরের শেষের দিকে। মোট ইমিগ্রান্টদের সংখ্যা প্রকাশেও সরকারের গড়িমসি নিয়েও তৈরী হয়েছে জল্পনা কল্পনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025