মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৮

খন্দকার মোশররফ গ্রেফতার: ৩ দিনের রিমান্ড মঞ্জুর

খন্দকার মোশররফ গ্রেফতার: ৩ দিনের রিমান্ড মঞ্জুর

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার রাত ১০টায় দুদকের উপ-পরিচালক আহসান আলীর নেতৃত্বে দুদকের একটি দল তাকে নিজের বাসা থেকে আটক করে গুলশান থানায় সোপর্দ করেন।

গুলশান থানায় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১ট‍ ২৩ মিনিটে তাকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। এসময় খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার ওষুধপত্র ও খাবারসহ একটি লাগেজ দিয়ে যান।

অর্থপাচারের মামলায় গ্রেফতার হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে দুদকের উপ পরিচালক আহসান আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আবেদন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিন। একই সঙ্গে মোশাররফের আইনজীবীদের করা জামিন আবেদনও নাকচ করে।

এ বিষয়ে দুদকের উপ-পরিচালক আহসান আলী জানান, বিএনপির গত মেয়াদে (২০০৪ সালে)  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালীন লন্ডনের টিএসবি ব্যাংকে ৯ কোটিরও বেশি টাকা পাচার করেন খন্দকার মোশাররফ। এ বিষয়ে ২০১৪ সালের ফেব্রুয়ারির ৬ তারিখে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা থানায় তার বিরুদ্ধে একটি অর্থপাচার মামলা দায়ের করেন। ওই অর্থ পাচার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে দুপুরে বিএনপির এ নেতাকে জিজ্ঞাসাবাদ শেষে সিএমএম আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান দুদকের উপ-পরিচালক আহসান আলী।  ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। দুপুর ১টায় সেগুনবাগিচা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষ হয়। সকাল পৌনে দশটায় রমনা মডেল থানা থেকে তাকে সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর বেলা ৯টা ৫০ মিনিটে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদ করেন রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটির উপ-পরিচালক আহসান আলী। প্রায় সোয়া ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার আগে দুদকের এ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে (সিএমএম) নেওয়া হবে। আদালতের কাছে আমরা তার রিমান্ড চেয়ে আবেদন করবো।

এদিকে, ড. খন্দকার মোশাররফকে আটকের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এই মুহূর্তেই তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

যুক্তরাজ্যে মোট ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা অর্থপাচারের অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় মামলা দায়ের করে দুদক। দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর এ ঘটনার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ারকে।

এজাহারে উল্লেখ রয়েছে, খন্দকার মোশাররফ ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যের ‘Lloyds TSB Offshore Private Bank’ ব্যাংকে তার নিজের ও স্ত্রী বিলকিস আক্তারের যৌথ নামে ৮ লাখ ৪ হাজার ১৪২ ব্রিটিশ পাউন্ড পাচার করেন। যা বাংলাদেশি টাকায় ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা। এ টাকা তিনি বিভিন্ন সময় ১০৮৪৯২ নম্বরে ফিক্সট টার্ম ডিপোজিট হিসেবে জমা করেন।

এজাহারে আরও উল্লেখ রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিগত চারদলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে প্রচুর অর্থ-সম্পত্তির মালিক হয়েছেন। দুদকের অনুসন্ধানে মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘিত হওয়ায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০০২ এর ১৩ ধারা এবং ২০০৯ ও ২০১২ এর চার ধারায় মানিলন্ডারিংয়ের মামলা দায়ের করা হয় বিএনপির হেভিওয়েট এ নেতার বিরুদ্ধে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025