শীর্ষবিন্দু নিউজ: পাকিস্তান থেকে সিলেট পোস্ট অফিসে আসা প্রায় ৮ কেজি হেরোইনের একটি চালান আটক করেছে কাস্টমস বিভাগ। গত ৯ মার্চ পাকিস্তানের লাহোর থেকে সিলেটের বৈদেশিক ডাক বিভাগে চার ব্যক্তির নামে ৭ কেজি ৯৫০ গ্রাম ওজনের চারটি প্যাকেট আসে। পরে পাউডারগুলো পরীক্ষার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়। বুধবার বিকেল ৪টায় ঢাকাস্থ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয় উদ্ধারকৃত পাউডারগুলো উন্নতমানের হেরোইন।