বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৩২

তথ্য-প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে ইউরোপ বাংলাদেশ সামিট-২০১৪ আয়োজন

তথ্য-প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে ইউরোপ বাংলাদেশ সামিট-২০১৪ আয়োজন

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের সফটওয়্যার ও তথ্য-প্রযুক্তি পণ্যে বিনিয়োগ আকৃষ্ট করতে ইউরোপের তিন দেশে –এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) জানায়, ইউরোপের জামার্নি, ডেনমার্ক এবং নরওয়েতে এই প্রচারণার উদ্যোগ নেয়া হয়েছে।

বেসিস জানায়, প্রচারণার অংশ হিসেবে ইতোমধ্যে ১০ মার্চ থেকে জার্মানির হ্যানোভারে ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪ শুরু হয়েছে, যা ১৪ মার্চ পর্যন্ত চলবে। সংবাদ সম্মেলনে ডেনমার্কের রাষ্ট্রদূত হানে ফুগল এসকায়ার বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে সরকার যে লক্ষ্য নিয়েছে সেটা অর্জন করতে হলে এ ধরনের পদক্ষেপ প্রয়োজনীয়। মানুষ জানতো বাংলাদেশ গার্মেন্টস শিল্পে ভাল, এখন আবার দেখা যাচ্ছে আইটি শিল্পে ভাল। ভবিষ্যতে বাংলাদেশকে আইটি শিল্পের অন্যতম ‘ডেসটিনেশন’ ধরা হবে বলে আশা প্রকাশ করেন  ডেনমার্কের রাষ্ট্রদূত।

তিনি বলেন, বাংলাদেশ সরকারকে সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপন করা সহজ করতে হবে এবং এ শিল্পগুলোকে অর্থায়নের ব্যবস্থা করতে হবে। ডেনমার্কের কোপেনহেগেনে ১৭ ও ১৮ মার্চ  ‘ম্যাচমেকিং’ এবং ২০ ও ২১ মার্চ নরওয়ের অসলোতে ‘বিটুবি ম্যাচমেকিং’ শীর্ষক দুইটি সেমিনার হবে বলে জানায় বেসিস। অসলোর ওই সেমিনারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তথ্য ‍ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়া বাংলাদেশে নেদারল্যান্ড ও দেশিয় কোম্পানিগুলোর মধ্যে  ১ থেকে ৪ এপ্রিল বিটুবি বৈঠক অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪- এর প্রধান উদ্যোক্তা বেসিস। এর সহযোগিতায় রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, অগ্রণী ব্যাংক ও গ্রামীন ফোন। এছাড়া এ আয়োজনের সহ-আয়োজক হিসেবে রয়েছে টেলিনর, ইনোভেশন নরওয়ে, ড্যানিশ ফেডারেশন অব এসএমই (ডিএফএসএমই) । কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে ঢাকাস্থ ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ড দূতাবাস ।

বৃহস্পতিবার বাংলাদেশে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গারবেন ডি জং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে দেখা করেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নেদারল্যান্ডরের রাষ্ট্রদূত তথ্য-প্রযুক্তি খাতে বাংলাদেশের অগ্রগতিকে ‘ইতিবাচক’ উল্লেখ করে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধিদল তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ড যৌথভাবে কাজ করার প্রস্তাব দিলে প্রতিমন্ত্রী সম্মতি জানিয়ে বলেন, তরুণরা জানতে ও জানাতে, দেখতে ও দেখাতে, শুনতে ও শোনাতে চায়। দুই দেশের মধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতার মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বিসিসি’র নির্বাহী পরিচালক এমএস আশফাক হুসেনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025