শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:০৭

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন মাহাথির মোহাম্মদ

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন মাহাথির মোহাম্মদ

শীর্ষবিন্দু নিউজ: অবকাঠামো খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়ে আধুনিক মালয়েশিয়ার রূপকার এ মন্তব্য করেন। আয়োজনে মাহাথির মোহাম্মদের সঙ্গে তার স্ত্রী ড. সিতি হাসমাদ বিনতে মোহাম্মদ আলীও যোগ দেন।

এতে অংশ নেন- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শামসুল আকমার বিন মুসা কামাল ও বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন ওথম্যান। এসময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার এবং পররাষ্ট্র সচিব শহীদুল হক।

শেখ হাসিনা বলেন, শুধু রাজধানী নয়, সরকার সারা দেশের উন্নয়নে কাজ করছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করায় গ্রাম থেকে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় গ্রামীণ অর্থনীতি উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ তথ্যপ্রযুক্তি খাতে ‘ব্যাপক’ উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গণমাধ্যমকর্মীদের জানান, মাহাথির মোহাম্মদ বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। বিশেষ করে অবকাঠামো খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025