বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০১:৪৬

নিখোঁজ উড়োজাহাজের পাইলটের বাড়িতে পুলিশের তল্লাশি

নিখোঁজ উড়োজাহাজের পাইলটের বাড়িতে পুলিশের তল্লাশি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিখোঁজ এমএইচ ৩৭০ উড়োজাহাজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অচল করে দেওয়ার বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানানোর পরপরেই উড়োজাহাজটির পাইলটের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার প্রথমবারের মতো পাইলটের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সংবাদ সম্মেলনের পর শনিবার মালয়েশীয় সময় বিকেলে ৫৩ বছর বয়সী জাহারি আহমেদ শাহ’র বাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। সংবাদ সম্মেলনে নাজিব রাজাক জানান, এক সপ্তাহ আগে মালয়েশিয়ার পূর্ব উপকূলে পৌঁছানোর আগে যোগাযোগ বন্ধ করে দেওয়ার পর উধাও হওয়া এমএইচ ৩৭০ উড়োজাহাজটি সামরিক রাডারে ধরা পড়ে। তবে ‍মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামউদ্দিন হুসেইন এ তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তবে তিনি বলেছেন, কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে পাইলটের বাসায় তল্লাশি চালানো হবে।

মালয়েশীয় সরকারের পক্ষ থেকে বিষয়টি নাকচ করে দেওয়া হলেও পুলিশ সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ পাইলটের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। পাইলটের কোনো মানসিক সমস্যা আছে কিনা সেটা জানার চেষ্টা করেছে তারা। নিউজ.কম.এইউ জানিয়েছে, এ জিজ্ঞাসাবাদকে তদন্তকাজের নিয়মিত অংশ বলে উল্লেখ করেছে পুলিশসূত্র।

উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার পর থেকে পাইলট জাহারি আহমেদ শাহ’র বাড়ির বাইরে অবস্থান করছিল পুলিশ। কিন্তু শনিবারের আগে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে নি। জাহারি আহমেদ শাহ ১৯৮১ সালে ‍মালয়েশিয়া এয়ারলাইন্সে যোগ দেন। ৩৩ বছরের বৈমানিক জীবনে ১৮ হাজার ৩৬৫ ঘণ্টা ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এমএইচ৩৭০ এ তার সহকারী হিসেবে ছিলেন ফারিক আব্দুল হামিদ। তিনি ২০০৭ সালে মালয়েশীয় এয়ারলাইন্সে যোগ দেন। তার ২ হাজার ৭৬৩ ঘণ্টা ফ্লাইট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025