বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:৫০

অতিরিক্ত ২ হাজার ১০ কোটি বরাদ্দ চাইলেন সৈয়দ আশরাফ

অতিরিক্ত ২ হাজার ১০ কোটি বরাদ্দ চাইলেন সৈয়দ আশরাফ

শীর্ষবিন্দু নিউজ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় চলতি ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত এডিপিভূক্ত ১০০টি প্রকল্পের অনূকুলে অতিরিক্ত ২ হাজার ১০ কোটি টাকা বরাদ্দ চেয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে চিঠি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

পরিকল্পনা সূত্র জানায়, মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী পরিকল্পনা মন্ত্রীর কাছে অতিরিক্ত বরাদ্দ চেয়ে এ চিঠি দেন। চাহিদা মেটাতে অতিরিক্ত আরও ২০১০ কোটি টাকা বৃদ্ধি করে মোট ৭ হাজার ২৭৭ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দ রাখা প্রয়োজন। চিঠিতে স্থানীয় সরকার বিভাগের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অতিরিক্ত ২০১০ কোটি টাকা চাওয়া হয় ।

এসব কাজের জন্য গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের অনুকূলে চলতি অর্থবছরের এডিপি বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম হওয়ায় ওই সব প্রকল্পের চাহিদা অনুযায়ী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এছাড়াও প্রকল্পের ভৌত অগ্রগতি অনুযায়ী ঠিকাচুক্তির বিপরীতে বিল পরিশোধ করাও সম্ভব হচ্ছে না। এছাড়াও চিঠিতে আরও রয়েছে, যোগাযোগের জন্য গ্রামীন সড়ক উন্নয়ন বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদাগুলির মধ্যে অন্যতম । সারা দেশে সড়ক সড়ক এবং ব্রিজ-কালভার্ট নির্মানের বিষয়ে এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের যেমন ব্যাপক চাহিদা আছে তেমনি দরিদ্র জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দেশের সব গ্রোথসেন্টার ও ইউনিয়নসমূহে যোগাযোগ নেটওর্য়াক স্থাপনের জন্য গ্রামীণ সড়ক ও সেতু/কালভার্ট নির্মাণ এবং ইউনিয়ন পরিষদের অবকাঠামোগত উন্নয়নের প্রচুর চাহিদা মেটানোর লক্ষ্যে পর্যায়ক্রমে কর্মসূচি গ্রহণ ও বাস্তবয়নের জন্য চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রয়েছে ৫ হাজার ২২৬ কোটি ৪১ লাখ টাকা।

চলতি (২০১৩-২০১৪) অর্থবছরে সংশোধিত এডিপিভুক্ত ১০০টি প্রকল্পের অনুকূলে অতিরিক্ত এ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পরিকল্পনামন্ত্রীকে চিঠি দেন। চিঠিতে আশরাফুল ইসলাম লিখেছেন, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহের আওতায় সারাদেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পে ব্যাপক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025