মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১৮

মালদ্বীপে মিলতে পারে নিখোঁজ বিমানটি: অধিবাসীরা দেখেছেন নিচু দিয়ে আকাশে উড়তে

মালদ্বীপে মিলতে পারে নিখোঁজ বিমানটি: অধিবাসীরা দেখেছেন নিচু দিয়ে আকাশে উড়তে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মালয়েশিয়ার নিখোঁজ বিমানটিকে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখেছিলেন বলে দাবি করেছেন মালদ্বীপের বেশকিছু অধিবাসী। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়া বুধবার একটি প্রতিবেদনও প্রকাশ করে।

মালদ্বীপের নিউজ পোর্টাল হাভীরু অনলাইন www.haveeru.com.mv সে দেশের ধাল আটোলের কুদা হুভাদু দ্বীপের কয়েকজনের বরাত দিয়ে ১৮ মার্চ জানায়, ৮ মার্চ স্থানীয় সময় সকাল সোয়া ছয়টার দিকে তারা খুব নিচু দিয়ে একটি সাদা রঙের বিমান উড়ে যেতে দেখেছেন। এ ছাড়াও মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির মতোই লাল দাগ দেখতে পেয়েছেন।

নিউজ পোর্টাল হাভীরু দ্বীপের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আরো জানায়, আমি আর কখনো এত নিচু দিয়ে কোনো জেট বিমান উড়ে যেতে দেখিনি। আমরা সিপ্লেন দেখেছি। কিন্তু আমি নিশ্চিত এ বিমানটি সে রকম দেখতে ছিল না। তিনি আরো জানান, শুধু তিনিই একা নন, দ্বীপের অন্যান্য বাসিন্দারাও বিমানটিকে একইভাবে উড়ে যেতে দেখেছেন।

এ ছাড়াও এক জেলে জানিয়েছেন, তিনি ফ্লাইট৩৭০ বিমানটি পাঁচ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যেতে দেখেছেন। মালয়েশিয়াসহ অন্যান্য দেশও সমুদ্র ও স্থলে নিখোঁজ বিমানটির খোঁজে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়াও চীনও সে দেশের সমুদ্র সীমার মধ্যে বিমানটির খোঁজে তৎপরতা অব্যাহত রেখেছে।

মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট৩৭০ উড়োজাহাজটি ৭ মার্চ রাতে মালয়েশিয়া থেকে ২২৭ জন  যাত্রী ও ১২ জন স্ক্রুসহ চীনের উদ্দেশে রওয়ানার হওয়ার ৪০ মিনিটের মধ্যে নিখোঁজ হয়। তারপর থেকে সমুদ্রে ও স্থলে বিমানটির খোঁজে তৎপরতা চালাচ্ছে বিভিন্ন দেশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025