মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৯

ভারত-পাকিস্তানের ট্রেন ধরতে দুই নেত্রীকে পরামর্শ

ভারত-পাকিস্তানের ট্রেন ধরতে দুই নেত্রীকে পরামর্শ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভারত-পাকিস্তানের ট্রেন ধরতে বলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির তৃতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি রফিকুল বাপ্পির সভাপত্বিতে সঞ্চালনা করেন জেলার সাধারণ সম্পাদক জাহিদ সুজন। বক্তব্য রাখেন- গণসংহতি আন্দোলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রবীর সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক অধ্যাপক শ্যামলী শীল, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অঞ্জন দাস, সংগঠনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

জোনায়েদ সাকি দুই নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের দুইজনকেই ট্রেন ধরে ভারত ও পাকিস্তান চলে যাওয়া উচিত। এদেশে আপনাদের প্রয়োজন নেই। ভারতের একটি চলচ্চিত্র গুন্ডেতে দেখানো হয়েছে, ভারত ও পাকিস্তানের যুদ্ধের ফলে বাংলাদেশ নামে একটি দেশের সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে ত্বকীর মতো মেধাবী ছাত্রকে হত্যা করা হয়েছে। বিচার না করে খুনিদের জামিন দেওয়া হচ্ছে। তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ত্বকী হত্যার চার্জশিট দেওয়া হচ্ছে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025