মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৭

দূষণ বিমা চালু করেছে চীন

দূষণ বিমা চালু করেছে চীন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: চীনের বিভিন্ন শহরে বায়ু দূষণ বর্তমানে বেশ আলোচিত বিষয়। অত্যধিক মাত্রায় দূষণের কারণে চীনা সরকারও চিন্তিত। বায়ু দূষেণর কারণে অনেক বিদেশিরা চীন ছেড়ে যাচ্ছে এমন খববের পর চীনা প্রধানমন্ত্রী দূষণের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন।

এরই প্রেক্ষিতে পরিস্থিতি অনুধাবন করে ‘স্মোগ ইন্সুরেন্স’ (দূষণ বিমা) চালু করেছে একটি কোম্পানি। চীনের যে ছয়টি শহর অতিমাত্রায় দূষিত সেসব শহরে পর্যটকদের জন্য এ বিমা চালু করা হয়েছ। সিট্রিপ নামে একটি অনলাইন ট্রাভেলস এজেন্সির সঙ্গে পিং এন ইন্সুরেন্স কো. এ বিমা চালু করেছে।

এ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে যারা তিন থেকে সাতদিনের প্যাকেজ ট্যুরের জন্য বুকিং দিবেন তারাই এ বিমার সুবিধা পাবেন। যে ছয়টি শহরে প্রাথমিকভাবে বিমা চাল‍ু করা হবে সেগুলো হলো- বেইজিং, শাংহাই, গুয়ানঝু, জিয়ান, চেনদু এবং হার্বিন। শিগগিরই  অন্যান্য শহরও বিমার আওতায় আনা হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025